২৬ জুন চীনের থিয়ান জিন শহরে প্রকাশিত এশিয়া ও ইউরোপের অর্থমন্ত্রীদের ষষ্ঠ অধিবেশনের চেয়ারম্যানের এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে , বিশ্ব অর্থনীতির সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এশিয়া ও ইউরোপের মিলিত প্রচেষ্টা চালানো উচিত ।
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে , বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাএবং আন্তর্জাতিক অর্থ সংগঠনের প্রতিনিধিরা অধিবেশনে এই মত প্রকাশ করেছেন যে , বিশ্ব -অর্থনীতির দীর্ঘস্থয়ী বিকাশ ও দারিদ্র্য বিমোচনের জন্য জাতি সংঘের প্রণীত সহস্রাব্দির উন্নয়ন -লক্ষ্যের বাস্তবায়ন গভীর তাত্পর্যবহ । তাঁরা বিশ্ব সমাজের প্রতি গরীব দেশগুলোর উন্নয়ন-কর্মকান্ডে আরো বেশী সাহায্য দেওয়া এবং গরীব দেশগুলোর ঋণ বিপুলমাত্রায় মওকুফ করার আহবান জানিয়েছেন ।
এই বিবৃতিতে বিভিন্ন দেশের প্রতি মিলিতবে ২০০৬ সালের মধ্যে ডাবলিউ টি ওয়ের দোহা রাউন্ড আলোচনা সমাপ্ত করার প্রয়াস চালানোর আহ্বানও জানানো হয়েছে ।
|