৩০টিরও বেশি সবচেয়ে অনুন্নত দেশগুলোর বাণিজ্য মন্ত্রীরা ২৫ জুন জামবিয়ার পর্যটক শহর লিভিং স্টোনে তিনদিনব্যাপী সম্মেলন শুরু করেছেন । সম্মেলনে বাজারে প্রবেশে অনুমোদন, পরিসেবা বাণিজ্য ও বাণিজের সুবিধ আদায় ইত্যাদি সমস্যায় সবচেয়ে অনুন্নত দেশগুলোর যৌথ অধিষ্ঠান সমন্বয় সাধন করা হবে , যাতে এই বছরের শেষ দিকে হংকং-এ অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া যায় ।
জামবিয়ার ব্যবসা , বাণিজ্য ও শিল্প মন্ত্রী দিপাক পাটেল সেদিন সম্মেলনে সবচেয়ে অনুন্নত দেশগুলোর প্রতি নেতিবাচকভাবে উন্নত দেশের শর্ত গ্রহণ করার পরিবর্তে বিশ্ব বাণিজ্য সংস্থায় আরও সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন ।
জামবিয়া , আংগোলা ও মালাভি ইত্যাদি কয়েক ডজন আফ্রিকান দেশগুলোর বেসরকারী সংস্থা সম্মেলনে বিবৃতি প্রকাশ করে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি দারিদ্র ও উন্নয়নের সমস্যার ওপর আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ।
|