চীনের জাতীয় লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের উপমহাপরিচালক জাও পাই গে ২৫ জুন হাইনান প্রদেশের রাজধানী হাইকৌয়ে বলেছেন, চীন সরকার সক্রিয়ভাবে জনসংখ্যাবৃদ্ধি ও উন্নয়ন সাধনে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের ব্যবস্থা নিচ্ছে ।
জনসংখ্যাবৃদ্ধি ও উন্নয়ন সংক্রান্ত এক সেমিনারে ভাষণ দেওয়ার সময় তিনি আরো বলেছেন , প্রতিবছর চীনে প্রচুর শিশুর জন্ম হয় । চীনাদের সামর্থ্য বৃদ্ধি করা একান্ত প্রয়োজন । শহরের বুনিয়াদী ব্যবস্থা ও গণ পরিসেবা ভাসমান লোকদের প্রবল চাপে পড়েছে । এ ছাড়া চীনে বৃদ্ধবৃদ্ধাদের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে । এইডস রোগ প্রসারের প্রবণতা দেখা দিয়েছে ।
মাদাম জাওপাই গে জোর দিয়ে বলেছেন , চীন সরকার জনসংখ্যা গবেষণাএবং নিয়ন্ত্রণের নীতি প্রণয়ন ও কার্যকরণে মানুষদের সম্যক উন্নতি সাধনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । চীনে জনসংখ্যার কাঠামোগত দ্বন্দ্ব নিরসনের জন্য সামাজিক নিশ্চয়তা বিধানের পুর্ণাঙ্গ ব্যবস্থা প্রবর্তন করা হবে , নারীদের কর্মসংস্হানের পর্যাপ্ত সুযোগ দেওয়ার প্রচেষ্টা চালানো হবে , জনস্রোতের গতিবেগকে নিয়ন্ত্রণে আনা হবে এবং এইডস রোগ নিবারণ ও চিকিত্সার আরো বেশী পদক্ষেপ নেওয়া হবে ।
|