লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ , তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাগিব মিকাটি ও কংগ্রেসের সাবেক স্পীকার নাবিহ বেরী ২৫ জুন বইরুতে আলাদা আলাদাভাবে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
দীর্ঘকাল ধরে চীন যে লেবাননের জনগণ সহ আরবের ব্রত ও আরবের জনগণকে সমর্থন করে , সাক্ষাত্কালে লাহুদ সহ প্রমুখ লেবাননের নেতারা তার জন্য ধন্যবাদ জানিয়েছেন । লেবানন দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলবে , এর সঙ্গে সঙ্গে আশা করে যে রাজনীতি , অর্থনীতি ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা আরও প্রসারিত হবে ।
লি চাও শিং বলেছেন , চীন আগের মতো ভবিষ্যতেও লেবাননের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার ব্রত সমর্থন করবে । তিনি মনে করেন চীন ও লেবাননের উচিত সরকার ও আইন প্রণয়ন বিভাগের সংলাপ ও যোগাযোগ আরও ত্বরান্বিত করা , দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগে উত্সাহ দেওয়া , সংস্কৃতি , শিক্ষা ও পর্যটন ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা প্রসার করা এবং আন্তর্জাতিক ব্যাপারাদিতে সমন্বয় বজায় রাখা ।
দু'পক্ষ একমত হয়েছে যে , জাতি সংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও ভূমির বিনিময়ে শান্তি অর্জনের ভিত্তিতে মধ্য-প্রাচ্যের সমস্যা সমাধান করতে হবে । দু'পক্ষ জাতি সংঘের সংস্কার ও ইরাক সমস্যা নিয়েও মত বিনিময় করেছেন এবং লেবাননের কাছে চীন অর্থনৈতিক সাহায্য দেওয়ার সংশ্লিষ্ট দলিল স্বাক্ষর করেছেন ।
|