মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৪ জুন হোয়াইট হাউসে সফররত ইরাকের আন্তবর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারীর সঙ্গে বৈঠক করার পর মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করতে অস্বীকার করেছেন ।
বৈঠক শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বুশ বলেছেন , ইরাক মোতায়েন মার্কিন বাহিনী ইরাককে তার নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ দিতে সাহায্য করবে , যাতে ইরাকের নিরাপত্তা বাহিনী স্বদেশকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারে ।
জাফারী তাঁর ভাষণে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি ইরাককে সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ।
উল্লেখ্য , ব্রাসেলসে অনুষ্ঠিত ইরাক সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার পর জাফারী ওয়াশিংটন পৌঁছে তার সফর শুরু করেছেন । ইরাকের আন্তবর্তিকালীন প্রধানমন্ত্রী হওয়ার পর জাফারী এই প্রথমবার যুক্তরাষ্ট্র সফর করেন এবং বুশের সঙ্গে বৈঠক করেন ।
|