চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জং চুয়ান ২৪ জুন পেইচিংয়ে বলেছেন , ইউরোপীয় ইউনিয়ান তথ্য ও আইনগত যুক্তির অভাবে চীনের জুতার রফতানির বিরুদ্ধে যে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করবে চীন দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
জং চুয়ান উল্লেখ করেছেন, চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ানের প্রতিনিধি দল সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে , এই মাসের শেষ দিকে শ্রমিকদের নিরাপত্তার জন্য চীনের রফতানিকৃত জুতার বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু হবে ।
জং চুয়ান জোর দিয়ে বলেছেন , চীন পক্ষ মনে করে , ইউরোপীয় ইউনিয়ান চলতি বছরের পয়লা জানুয়ারী থেকে চীনের রফতানিকৃত জুতার উপর আরোপিত কোটা তুলে । মাত্র কয়েক মাস পর চীনের জুতার রফতানি সীমিত রাখার যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অবাধ বাণিজ্যের নীতি লংঘন করেছে । চীন পক্ষ ইউরোপীয় ইউনিয়ানের কাছে তথ্য যাচাই করে ইউরোপে চীনের রফতানিকৃত জুতার পরিমান প্রকাশের দাবি জানিয়েছে।
|