|
|
(GMT+08:00)
2005-06-25 17:30:42
|
নিউইয়ক বাজারের অশোধিত তেলের দাম ইতিহাসের নতুন রেকড সৃষ্টি করেছে
cri
মার্কিন যুক্তরাষ্ট্রের ভেজাল তেল পাছে বাজারের চাহিদা মেটাতে না পারে সেই ভয়ে ২৪ জুন নিউইয়র্ক বাজারের অশোধিত তেলের ফিউজারস দাম আরেক বার ইতিহাবের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। সেদিন একপর্যায়ে ব্যারেল প্রতিতেলের দাম ৬০ মার্কিন ডর্লার ছাড়িয়ে গেছে। ২৪ জুন ক্রোজিন দাম ৫৯ দশমিক ৮৪ মার্কিন ডর্লারে পৌছেছে। যার ফলে ১৯৮৩ সালে এই অশোধিত তেলের ফিউজারস বিনিময় শুরু হওয়ার পর থেকে এই ক্রোজিন দাম সবচেয়ে উচু। বাজারের বিশ্লেষকরা মনে করেন যে, কোনো কোনো খবরে বলা হযেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া অংগরাজ্যের কয়েকটি ছোট আকারের তেল অশোধিত কারখানায় উত্পাদন ত্রুটি দেখা দিচ্ছে বলে ২৪ জুন তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ।
|
|
|