১৯৪৫ সালের যুদ্ধ-জয়ের উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ৬০তম বার্ষিকী উপলক্ষে ২৪ জুন রাশিয়ার মস্কোর রেড স্কোয়ারেবিরাট মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
খবরে জানা গেছে , সে বছরে সামরিক কুচকাওয়াজে অংশগ্রহনকারীসোভিয়েত বাহিনীর ৯০০ প্রবীন যোদ্ধা এবং রাশিয়ার কিশোরকিশোরী সংস্থার সদস্যরা সহ মোট সাড়ে তিন হাজার লোক মস্কো মহা নগরী সরকারের উদ্যোগে আয়োজিত মিছিলটিতে অংশ নিয়েছেন । রাশিয়ার বিভিন্ন অঞ্চল আর স্বাধীন রাষ্ট্রসমূহেরকমনওয়েলল্থ-এর ১০০০ প্রবীন যোদ্ধা ও তাদের পরিবার-পরিজন সহ মোট ৫০০০ লোক পর্যবেক্ষন মঞ্চ থেকে মিছিল পরিদর্শন করেছেন ।
১৯৪৫ সালের ২৪ জুন সোভিয়েত সেনাবাহিনীর সর্বাধিনায়ক স্তালিনের আদেশনামানুযায়ী মস্কোর রেড সওয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । ফ্যাসিবাদীজার্মানসেনাবাহিনীর ২০০টি পতাকা লেনিনের সমাধির সামনে ফেলা হয় ।
|