২৪ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিংয়ে হংকংয়ের নতুন প্রশাসক চেন ইং ছুয়েনের সঙ্গে সাক্ষাত্কালে জোর দিয়ে বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার অবিচলভাবে এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি কার্যকরী করবে এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ও আঞ্চলিক সরকারকে সমর্থন করবে ।
হু চিন থাও হংকংয়ের নতুন প্রশাসক চেন ইং ছুয়েনকে অভিনন্দন জানিয়েছেন এবং এই বলে আশা প্রকাশ করেছেন যে তিনি যেন হংকংয়ের সমৃদ্ধি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য নতুন অবদান রাখবেন ।
হু চিন থাও বলেছেন , কেন্দ্রীয় সরকার সবসময়ই হংকংবাসীর স্বার্থকে গুরুত্ব দেয় । কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে হংকংয়ের সঙ্গে মূল ভূভাগের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করে হংকং ও মূলভুভাগের অভিন্ন উন্নয়ন তরান্বিত করবে । তিনি বলেছেন , আমি বিশ্বাস করি , হংকংয়ের ব্যাপারাদি পরিচালনার সামর্থ্য ও দক্ষতা হংকংবাসীদের আছে । হংকংয়ের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে ।
নতুন প্রশাসক চেন ইন ছুয়েন বলেছেন , তিনি কেন্দ্রীয় সরকার ও হংকংবাসীদের আশাহত করবেন না , হংকং প্রশাসনের কাজ সুসম্পন্ন করার জন্য তিনি চেষ্টা কোনো ত্রুতি করবেন না ।
|