চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৪ জুন পেইচিংয়ে সবেমাত্র শপথ গ্রহনকারী হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান চেং ইন ছুয়েনের সঙ্গে সাক্ষাত করেছেন।
চেং ইন ছুয়েন যে হংকংয়ের প্রশাসক নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং কেন্দ্র্রীয় সরকার তাঁকে হংকংয়ের প্রশাসক নিযুক্ত করেছে তার জন্যে হু চিন থাও তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, চেং ইন ছুয়েন জনগণকে আশাহত করবেন না, দায়িত্ব পালন করে, হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য নতুন অবদান রাখবেন।
চেং ইন ছুয়েন বলেছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, "এক দেশ দুই সমাজ ব্যবস্থা"একটি সফল ব্যবস্থা। আগামী দুই বছরে তিনি হংকংকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য প্রয়াস চালাবেন।
|