v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-24 19:11:29    
হংকংয়ের নতুন প্রশাসক চেং ইনছুয়েন পেইচিংয়ে শপথ নিলেন

cri
    চীনের হংকং বিশেস প্রশাসনিক অঞ্চলের নব নিযুক্তপ্রশাসক চেন ইনছুয়েন ২৪ জুন পেইচিং মহা গণ ভবনে শপথগ্রহন করেছেন । চীনের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত শপথগ্রহন অনুষ্ঠানচীনের রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব হুয়া চিয়েনমিন শপথগ্রহন আনুষ্ঠান পরিচালনা করেছেন এবং চেং ইনছুয়েনকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নিযুক্ত করা সম্পর্কে রাষ্ট্রীয় পরিষদের ৪৩৭ নং আদেশনামা শুনিয়েছেন ।

    তার পর চেং ইনছুয়েন প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সামনে শপথগ্রহন করেছেন । এরপর ওয়েন চিয়াপাও তাকে রাষ্ট্রীয় পরিষদের ৪৩৭নং আদেশনামা দান করেছেন । অনুষ্ঠান শেষে চেন ইনছুয়েনের সঙ্গে সাক্ষাত করেছেন ।

    ওয়েন চিয়াপাও সর্বপ্রথমে চেন ইনছুয়েনকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন । তিনি বলেছেন ,---৩---এ মুহুর্তে অভিনন্দনের চাইতে মাতৃভূমি ও গোটা হংকংবাসীদের ভরসা ও প্রতিক্ষা বেশী গুরুত্বপূর্ণ । আমি গভীরভাবে বিশ্বাস করি যে , আপনি অবশ্যই বিশ্বস্ততার সঙ্গে নিজের কর্তব্যপালন করবেন, মনোযোগের সঙ্গে মৌলিক আইন কার্যকরী করে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারকে নেতৃত্ব দিয়ে আইন অনুযায়ী প্রশাসন চালাবেন , ব্যাপক হংকংবাসীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যে নতুন অবদান রাখবেন ।

    ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন , কেন্দ্রীয় সরকার অবিচলিতভাবে এক দেশ দুই ব্যবস্থর নীতিতে অটল থেকে নিষ্ঠার সঙ্গে মৌলিক আইন অনুযায়ী কাজ করবে এবং সর্বাধিকভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের আইনানুগ প্রশাসন সমর্থন করবে ।

    চেং ইনছুয়েন প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও এবং কেন্দ্রীয় সরকারের আস্থার জন্যে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন ,---৪--- প্রশাসক পদে নিযুক্ত হওয়া আমার সারা জীবনের গৌরব । এই সুবর্ণসুযোগে আমি বিভিন্ন স্তর থেকে হংকংবাসীদের সেবা করার এবং দেশের জন্যে কিছু অবদান রাখব । আমি আব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে হংকংয়ের ভবিষ্যতের জন্যে কিছু কাজ করব , যার জন্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র আমার ওপর ভরসা রেখেছেন ।

    ২১ জুন পেইচিংয়ে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সভাপতিত্বেরাষ্ট্রীয় পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে চেং ইনছুয়েনকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নিযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় ।