চীনের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান চৌ কুয়াংচাও ২৩ জুন চীনের উত্তরাঞ্চলের শহর মানছুরিয়ায় বলেছেন, চীন ও রাশিয়ার উচিত পারস্পরিক উপকারিতামূলক এবং উভয়ের কল্যাণের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে সরকারী ও বেসরকারী পর্যায়ে পারষ্পরিক আস্থা জোরদার করা।
মানছুরিয়ার দ্বিতীয় চীন-রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় তিনি বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে রণনৈতিক অংশিদার সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে দু'দেশের বিজ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদান অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ।
চৌ কু্য়াংচাও বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতায় উভয় দেশের পরিপূরক তা আছে। ভারী শিল্পে ও মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে রাশিয়ার প্রবল ক্ষমতা আছে। হালকা শিল্পে চীনের বেশি সুবিধা আছে। দু'দেশের বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করবে।
|