v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-24 18:38:01    
স্বেচ্ছায় যকৃত দানের কাহিনী

cri
    চীনের কমিউনিষ্ট পার্টির সদস্য ওয়াং শি মিং-এর বয়স ৪৩ বছর । সিছুয়ান প্রদেশের দু চিয়াং ইয়েন শহরের সু চিয়া চেন টাউনের কাও ছিয়াও গ্রামে তাঁর বাড়ী । গত দশাধিক বছরে তিনি যে সব পদে অধিষ্ঠিত হয়েছেন সেগুলোর মধ্যে সবোর্চ্চ পদ হলো গ্রাম কমিটির পরিচালক । কিন্তু ছোটো কর্মকর্তা হলেও তিনি প্রাণপণে গ্রামবাসীদের জন্য ভালো ভালো কাজ করে গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতার ভূয়সী প্রশংসা পেয়েছেন । চলতি বছরের বসন্ত উত্সবের পর ওয়ান শি মিন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষূ অবস্থায় পড়েন । যকৃত স্থানান্তরণের অপারেশনের মাধ্যমেই কেবল তাঁকে বাঁচানো যায় । সরলমনা গ্রামবাসীরা এই খবর পাওয়ার পর তাঁকে স্বেচ্ছায় বিনামূল্যে নিজের যকৃতের অংশ দেওয়ার জন্য ঐ রাতে হাসপাতালে গিয়ে লাইন দেন । অবশেষে কে তাঁকে স্বেচ্ছায় বিনামূল্যে নিজের  যকৃতের অংশ দিতে পারবেন তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চালানোর জন্য পাঁচজন গ্রামবাসী এমন কি লটারির মাধ্যমে তা নির্ধারণের প্রস্তাবও দেন । অবশেষে গ্রামবাসিনী ওয়েন কো লিন তাঁর শ্রেষ্ঠ শারীরিক অবস্থার জন্য নির্বাচিত হন ।

    ২০০৫ সালের ২৫ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হুয়া সি হাসপাতালে চীনের প্রথম রক্তের সম্পকর্হীন দুজন জীবন্ত মানুষের মধ্যেকার যকৃত স্থানান্তরণের অপারেশন শুরু হয় ।

    ২৪ মার্চ সকালে একটি বিশেষ নোট্যারাইজ ওয়ান শি মিনের রোগশয়্যার সামনে অনুষ্ঠিত হয় । ৩৬ বছর বয়স্ক ওয়েন কো লিন বিনাদ্বিধায় নোট্যারিয়াল সাটির্ফিকেটে নিজের নাম সই করেন । সাটির্ফিকেটের মর্ম হলো এই যে ,ওয়ান শি মিন ছিলেন গ্রামের প্রধান ,তিনি আমাদের জন্য বহু ভালো কাজ করেছেন । তাই সুবিবেচনার পর তাঁকে বাঁচানোর জন্য আমি স্বেচ্ছায় নিজের যকৃতের অংশ তাঁকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এই বক্তব্য অসত্য হলে আমি আইনগত দায়িত্ব নিতে ইচ্ছুক ।

    ৩৭ বছর বয়স্ক গ্রামবাসী ওয়ান সুয়ে ছিনও যকৃত দানের প্রার্থীদের মধ্যে একজন । তিনি স্মরণ করে বলেছেন,"গতবছরের জুলাই মাসের একদিন ভোররাত তিনটার দিকে আমার ভীষণ মাথাব্যথা হয় । আমার পরিবারের লোকেরা আমাকে কোনোমতে নিয়ে রাস্তার ধারে ট্যাক্সি খুঁজতে যান । কিন্তু গভীর রাত ,ট্যাক্সি মেলে না । প্রতিবেশী ওয়ান শি মিন খবরটা জানার পর নিজের যকৃতরোগের জন্য শীর্ণজীর্ণ হওয়া শরীর নিয়ে মোটরসাইকেল চালিয়ে আমাকে দু চিয়াং ইয়েন শহরের গণ হাসপাতালে পৌঁছে দেন এবং দৌড়াদৌড়ি করে আমার জন্য প্রয়েজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেন । যদিও গুরুতর রোগের জন্য তিনি এখন আর গ্রামের প্রধান নন , তবুও তাঁর মতো ভালো পার্টি-সদস্যকে বাঁচানোর জন্য জনসাধারণ যথাসাধ্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।"

হাসপাতালের নার্স লি ইউন লি বলেছেন , "আমি হাসপাতালে কয়েক দশক ধরে কাজ করছি ,কখনও এত মুগ্ধ হই নি ,এক গ্রামের এত বেশী লোক যে স্বেচ্ছায় নিজের যকৃতের অংশ দিতে ইচ্ছুক । আপনাদের 'কাও ছিয়াও' গ্রামের নামই পরিবতির্ত হওয়া উচিত্ 'কাও শাং' গ্রাম অর্থাত মহতমনা গ্রাম ।"

    অসাড় করার ওষুধের ইনজেক্শন দেওয়ার আগে ডাক্তার অধ্যাপক ইয়েন লিয়ু নান শরীর নুয়ে ওয়েন কো লিনকে বললেন , শরীরের অংশ দান শতকরা ১০০ ভাগ স্বেচ্ছায় হতে হয় । অপারেশন শুরু হওয়ার এক মিনিট আগেও যদি আপনার কোনও দ্বিধা থাকে তাহলেও আমরা বিনাশর্তে অপারেশন বন্ধ করবো । আমি এখন শেষবারের মতো আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি বিনামূল্যে নিজের যকৃতের অংশ দিতে ইচ্ছুক ?" ওয়েন কো লিন স্পষ্টভাবে বললেন , "আমি ইচ্ছুক ।"

    অপারেশন প্রায় ১৬ ঘন্টা স্থায়ী হয় । ওয়ান শি মিনের দেহে স্থানান্তরিত ওয়েন কো লিনের অধের্ক যকৃত দ্রুত ভূমিকা পালন করে ।

    ২৬ মার্চ সকাল ৮টায় ওয়ান শি মিন ও ওয়েন কো লিন পরপর জেগে ওঠেন । ওয়ান শি মিন জেগে ওঠার পর সবর্প্রথমে নার্সকে পর্দা সরিয়ে তাঁর মতো রোগশয্যায় শায়িত ওয়েন কো লিনকে একবার দেখতে অনুরোধ করেন । দৃষ্টি বিনিময়ের সময় দুজনের চোখের চাহনিতে তাঁদের বাঁচার আশা আর পরস্পরকে পরস্পরের যত্ন ও অনুপ্রেরণাই প্রতিফলিত হয় ।

    ঐদিন বিকেল ৪টায় ডাক্তার ইয়েন লিয়ু নান ঘোষণা করেন , অপারেশন সাফল্যমণ্ডিত হয়েছে ।