উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ মাধ্যম ২৩ জুন ভাষ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ওপর নতুন দফা "মানবাধিকার আক্রমন" চালানো অভিযোগ দিয়েছে। উত্তর কোরিয়ার মতে ছ-পক্ষীয় বৈঠকে "মানবাধিকার সমস্যা" অন্তর্ভূক্ত করা উচিত নয়, এখন এই বিষয় তোলার মানে ছ-পক্ষীয় বৈঠক আবার পুনরুদ্ধারের আশার উপর প্রচন্ড আঘাত হানা।
ভাষ্যে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের আবার মানবাধিকার প্রশ্ন উত্থাপন থেকে প্রমাণিত হয়েছে যে, তাদের উত্তর কোরিয়াকে সম্মান করার অধিষ্ঠান দৃঢ় নয় এবং আবার ছ-পক্ষীয় বৈঠকের পুনরুদ্ধারে ব্যাঘাত সৃষ্টি করা।
|