চীনে সফররত জামাইকার প্রধানমন্ত্রী পিটার্সন ২৩ তারিখে শাংহাইয়ে বলেছেন, ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর উচিত সহযোগিতা , পারস্পরিক সাহায্য জোরদার, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য বাস্তবায়িত করা।
"চীন-জামাইকা অর্থনৈতিক বানিজ্য সহযোগিতা ফোরামে" ভাষণ দেওয়ার সময় পিটার্সন এই কথা বলেছেন। তিনি বলেছেন, ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর উচিত একই কন্ঠে কথা বলে, এবং পারস্পরিক সাহায্য জোরদার করে, দারিদ্র বিমোচনের প্রকৃত সমস্যার সমাধান করা । তিনি আরো বলেছেন, জামাইকা আর চীন হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী উন্নয়নমুখী দেশ। দুদেশের নেতারাও মনে করেন, দক্ষীণ-দক্ষীণ সহযোগিতা আরো জোরদার করা উচিত, তাহলেই দারিদ্র্য বিমোচনে অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবায়িত হবে।
|