v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-24 13:03:58    
১৯৮৫ সালের ২৪শে জুন ই ইউ রাষ্ট্রগুলোর সীমান্ত-পার পর্যটনের নিয়ন্ত্রণ বাতিল সংক্রান্ত "শেনগেন চুক্তি" স্বাক্ষর

cri
    "শেনগেন চুক্তি" হলো ই ইউ-র বেশ কিছু দেশের স্বাক্ষরিত সীমান্ত-পার পর্যটনের ওপর নিয়ন্ত্রণ বাতিল করা সংক্রান্ত একটি দলিলপত্র। এই চুক্তি লুক্সেম্বার্গের সীমান্ত নগর শেনগেনে স্বাক্ষরিত হয়েছে বলে এটা "শেনগেন চুক্তি" নামে সুপরিচিত ।

    "শেনগেন চুক্তি" প্রস্তাব প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত মোট দশ বছর সময় লেগেছে ।

    ১৯৮৫ সালের ২৪শে জুন জার্মানি, ফ্রান্স, নেদারল্যাণ্ডস ,বেলজিয়াম এবং লুক্সেম্বার্গ এই ৫টি দেশের প্রতিনিধিরা শেনগেনে শহরে মিলিত হয়ে সীমান্ত-পার পর্যটনের আনুষ্ঠানিকতা শিথিল করার দলিল স্বাক্ষর করেছেন, তাতে ১৯৯০ সালের পয়লা জানুয়ারি থেকে উপরোক্ত ৫টি দেশের মধ্যে যাবতীয় সামান্ত চেক-ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । ১৯৯০ সালের ১৯শে জুন উপরোক্ত ৫টি দেশের মন্ত্রিরা আবার শেনগেন শহরে মিলিত হয়ে "শেনগেন চুক্তির অতিরিক্ত প্রটোকল " স্বাক্ষর করেছেন ( এটা "দ্বিতীয় শেনগেন চুক্তি" নামেও পরিচিত)। ১৯৯০ সালের পর ইতালি, স্পেন, পর্তুগাল এবং গ্রীস এই ৪টি দেশও পর্যায়ক্রমে এই চুক্তিতে যোগ দিয়েছে । পরে অস্ট্রিয়াও আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়ার দলিল স্বাক্ষর করেছে । ফলে "শেনগেন চুক্তির " স্বাক্ষরকারী দেশগুলোর সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়ালো ।

    পরিকণ্পনা অনুযায়ী "শেনগেন চুক্তি" ১৯৯২ সালের ১লা জানুয়ারি থেকে বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু নেদারল্যাণ্ডস আর জার্মানির সংসদ সেই সময়ে এই চুক্তি অনুমোদন করে নি বলে চুক্তি বাস্তবায়নের দিনতারিখ ১৯৯৩ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হলো । সেই একই দিনে ইউরোপের অভিন্ন বৃহত বাজার প্রবর্তন করা হয়। ১৯৯৪ সালের ২২শে ডিসেম্বার "শেনগেন চুক্তির" নির্বাহী কমিটি বন শহরে ১৯৯৫ সালের ২৬শে মার্চকেই এই চুক্তি বলবত্ হওয়ার "অপরিবর্তনীয় দিনতারিখ" হিসেবে ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে ।