ফ্রান্স সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ুশ্চেন্কো ২২ জুন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে বৈঠককালে বলেছেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার সিদ্ধান্তে অটল।
বৈঠককালে ইয়ুশ্চেন্কো বলেছেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের গণভোটে "ইউরোপীয় ইউনিয়ন সংবিধান চুক্তি" প্রত্যাখ্যাত হবার পর, ই ইউ'র সম্প্রসারণ পরিকল্পনা আপাতত বন্ধ হয়েছে। তা সত্বেও ইউক্রেন ই ইউ-তে যোগদানের সিদ্ধান্ত ইউক্রেন ত্যাগ করবে না। ইয়ুশ্চেন্কো বলেছেন, ইউক্রেন ২০০৭ সালে ই ইউ-তে যোগ দেয়ার সংশ্লিষ্ট আলোচনা শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইউরোপ উন্নয়ন চাইলে ইউক্রেনকে বাদ দিতে পারে না।
শিরাক বলেছেন, ইউক্রেনের ই ইউ-তে যোগ দেয়ার প্রবল ইচ্ছা তিনি বুঝেন। তিনি ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ব্যাপারাদিতে সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন।
|