চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৩ জুন পেইচিংয়ে বলেছেন, বর্তমানে কোরীয় পারমাণবিক সমস্যা বিষয়ক ছ-পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করার প্রক্রিয়ায় কিছু অনুকূল শর্ত দেখা দিচ্ছে। চীন পক্ষ সংশ্লিষ্ট পক্ষগুলো শর্তগুলো সঠিকভাবে ব্যবহার করে ছ-পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করবে বলে আশা করে।
তথ্য-জ্ঞাপন সভায় লিউ চিয়েন ছাও বলেছেন, উত্তর কোরিয়া ছ-পক্ষীয় বৈঠকে যোগ দেয়ার কিছু অনুকূল শর্ত যুগিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও করেছে। সঙ্গে সঙ্গে চীন ও দক্ষিণ কোরিয়া পেইচিংয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মিলিত প্রয়াস চালিয়ে যথাশীঘ্রই বৈঠক শুরু করার আশাও প্রকাশ করেছে। চীন পক্ষ সংশ্লিষ্ট পক্ষগুলো সুযোগ আঁকড়ে ধরে আরো নমনীয় ও আন্তরিক মনোভাব নিয়ে ছ-পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করবে বলে আশা করে।
|