চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং দে সুয়ে ২২ জুন হু নান প্রদেশের রাজধানী ছাং শায় বলেছেন, জরুরি উদ্ধার ব্যবস্থার প্রতিষ্ঠা এবং সর্বাধিক মাত্রায় ঘটনার ক্ষয়ক্ষতি কমানোর জন্যে, চীন জাতীয় জরুরি নিরাপদ উত্পাদনের ত্রাণ পরিচালনা কেন্দ্র প্রতিষ্ঠা করবে।
একই দিন আয়োজিত জাতীয় নিরাপকদ উত্পাদন পরিস্থিতির রিপোর্টজ্ঞাপন সম্মেলনে তিনি বলেছেন, নতুন কেন্দ্র নিরাপদ উত্পাদনের জরুরি ত্রাণের চাহিদা অনুযায়ী, রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ জরুরি ত্রাণ পরিচালনা কেন্দ্র প্রতিষ্ঠা করবে। তারপর সারা দেশকে ৬টি বড় অঞ্চলে বিভক্ত করে, আলাদা আলাদাভাবে জরুরি ত্রাণ ঘাঁটি প্রতিষ্ঠা করবে। এর সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রদেশে জরুরি ত্রাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে।
|