পেইচিংয়ে অনুষ্ঠীয়মান চীনের এস-ও-এস শিশু পল্লীর বিংশতিতম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে জানা গেছে , ইতিমধ্যে চীনের ১৫০০ অনাথ ছেলেমেয়ে শিশু পল্লীতে পালিত হয়েছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লিকো বলেছেন , চীন সরকার বরাবরই চীনের এস-ও-এস শিশু পল্লী উন্নয়নকে গুরুত্ব দিয়ে ও সমর্থন করে আসছে । সরকার শিশু পল্লীতে শ্রেষ্ঠ কর্মচারী পাঠিয়েছে এবং নীতির দিক থেকে শিশু গ্রামের ব্যবস্থাপনা সমর্থন করেছে । সমাজের বিভিন্ন মহল দেখাশোনা করা,চাঁদা দেয়া , অনাথ শিশু পালন করার পদ্ধতির মাধ্যমে শিশু পল্লীর ওপর মনোযোগ ও সমর্থন দিয়েছে ।
আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বেসরকারী আন্তর্জাতিক দাতব্য সংস্থা । ১৯৮৫ সালে চীনের প্রথম শিশু পল্লী প্রতিষ্ঠিত হয়েছে , এ পর্যন্ত চীনে মোট ৯টি শিশু পল্লী আছে ।
|