চীনের জাতীয় বন ব্যুরোর প্রধান চৌ শেংসিয়েন ২৩ জুন পেইচিংয়ে বলেছেন , চীন সার্বিকভাবে উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় বন -প্রাচীর ব্যবস্থাব্যবস্থাজোরদার করে উপকূলীয় অঞ্চলের জন্যে যুক্তিযুক্ত এবং বহুমুখী ক্ষমতাসম্পন্ন সবুজ প্রাচীর প্রতিষ্ঠা করবে ।
২৩ জুন অনুষ্ঠিত বনের উপর গুরুত্ব দাও -- পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘসবুজ উপকূলীয় উপকূলের অগ্রযাত্রা শিরোনামে বিরাটাকারের প্রচারতত্পরতার উদ্বোধনী আনুষ্ঠানে চৌ শেংসিয়েন এ কথা বলেছেন । তিনি উল্লেখ করেছেন যে , উপকূলীয় বন-প্রাচীরকেজলোচ্ছ্বাস ও ঝড়-বৃষ্টি প্রভৃতি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়সক্ষম হতে হবে । বর্তমানবন-প্রাচীর ব্যবস্থার যেখানে গাছের অভাব , যথাশীঘ্রই তা পূরণ করতে হবে । একই সাথে সার্বিকভাবে নিরাপদ বন ব্যবস্থার গুণগতমান ও পরিবেশ রক্ষার ক্ষমতা বাড়াতে হবে ।
চীনের উপকুল-রেখা ১৮ হাজার কিলোমিটার দীর্ঘ । সাম্প্রতিক বছরগুলোর প্রত্যেক বছরে টাইফুন ,অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ-সৃষ্ট সরাসরি অর্থনৈতিক ক্ষতি১০ বিলিয়ন রেন মিনপি ছাড়িয়েছে ।
|