জাতিসংঘস্থ যুক্তরাষ্ট্রেরভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি মাডাম এনি পাটারসোন ২২ জুন বিকেলে ৫৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার সময়ে আবার ঘোষণা করেছেন যে , যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের দুটি নতুন স্থায়ী সদস্য এবং দুটি বা তিনটি অস্থায়ী সদস্য বাড়ানোর পক্ষপাতি ।
ভাষণে প্যাটারসোন বলেছেন , নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ ও স্থায়ী সদস্যদেশের সংখ্যা বাড়ানো সম্পর্কে যুক্তরাষ্ট্র খোলা মনোভাব পোষণ করে এবং অব্যাহতভাবে জাপানকে স্থায়ী সদস্যদেশ হতে সমর্থন করবে । তিনি বলেছেন , যুক্তরাষ্ট্র মনে করে যে , এক দেশ নিরাপত্তা পরিষদে প্রবেশ করার জন্যে প্রস্তুতি নিয়েছে কি না তা যাচাই করার এক উত্তম উপায় হল জিডিপি , লোকসংখ্যা ও সামরিক ক্ষমতা সহ ধারাবাহিক মানদন্ডতৈরী করা ।
তিনি বলেছেন , এই মানদন্ড তৈরী করার ভিত্তিতে যুক্তরাষ্ট্র দুটি নতুন স্থায়ী সদস্য এবং দুই বা তিনটি অস্থায়ী সদস্য দেশ বাড়ানোর প্রস্তাব সমর্থন করার কথা বিবেচনা করবে । তিনি জোর দিয়ে বলেছেন , জাতিসংঘের সংস্কারকে এক পূর্ণাঙ্গ কাজ হিসেবে দেখতে হবে ।
|