জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী শোতারো ইয়াচির সঙ্গেদ্বিতীয় দফা চীন-জাপান রণনৈতিক সংলাপে অংশ নিতে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী তাই বিনকো দল নিয়ে ২৩জুন পেইচিং থেকে জাপানে রওয়ানা হয়েছেন । দুপক্ষ চীন-জাপান সম্পর্ক ও অভিন্ন স্বার্থ-জড়িত সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করবে ।
একই দিনে পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন , এই সংলাপে তাই বিনকোর অংশ নেওয়া চীন-জাপান সম্পর্ক উন্নয়নের জন্যে চীন পক্ষের নেয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
প্রথম দফা চীন-জাপান রণনৈতিক সংলাপ এ বছরের ১৩ -১৪ মে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং রণনৈতিক সংলাপে অংশ নিতে চীনে আসা জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী শোতারো ইয়াচির সঙ্গেসাক্ষাত করেছেন , তাই বিনকো তার সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ মনে করে যে , এই সংলাপ ব্যবস্থা ইতিবাচক ও হিতকর । সুতরাং দুপক্ষ অব্যাহতভাবে সংলাপ-প্রক্রিয়া বজায় রাখতে রাজী হয়েছে ।
|