v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-23 19:39:43    
জন-সেবিকা, গণ-প্রতিনিধি উ ছিং

cri
    চীনের বিখ্যাত কবি পিংসিনের কন্যা, পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ ছিং বিশ বছর ধরে পেইচিংয়ের হাই তিয়েন এলাকা আর পেইচিং মহানগরের গণ কংগ্রেসের একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি এই বিশ বছরে প্রতি মঙ্গলবারে নিজের বাড়িতে ভোটারদের সঙ্গে সাক্ষাত্ করেন, তাদের মতামত শোনেন। তার বাড়ির টেলিফোন "অধিকার রক্ষার" হটলাইনে পরিনত হয়েছে। তিনি হটলাইনের মাধ্যমে অনির্দিষ্টভাবে ভোটারদের কাছে তার কাজকর্ম অবহিত করেন। তিনি বলেন, ভোটাররা আমার দেবতা। সম্প্রতি আমাদের বাংলা বিভাগের প্রতিনিধি তার এক সাক্ষাত্কার নিয়েছেন।

    আপনি গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বিশ বছর ধরে জনগণের সেবা করে আসছেন, গণ-কংগ্রেসের প্রতিনিধির দায়িত্ব সম্পর্কে আপনার ধারণা কি? ম্যাডাম উ ছিং: আমি মনে করি, গণ কংগ্রেসের প্রতিনিধির দায়িত্ব অত্যন্ত পবিত্র। আমাদের সংবিধানের দ্বিতীয় ধারায় বলা হয়েছে যে, গণ-প্রজাতন্ত্রী চীনের সর্বময় ক্ষমতা জনগণেরই। জাতীয় গণ-কংগ্রেস রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা-সংস্থা। গণ-কংগ্রেসের প্রতিনিধিরা ভোটারদের দ্বারা নির্বাচিত হন বলে গণ-প্রতিনিধিরা জনগণের পক্ষ থেকে আবেদন জানান, জনগণের জন্যে সেবা করেন এবং জনগণের পক্ষ থেকে সরকার আর গণ-আদালত ও গণ-অভিশংসক সংস্থার কাজ তত্ত্বাবধান করেন। সুতরাং গণ কংগ্রেসের প্রতিনিধিদেরকে জনগণের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের মতামত শুনতে হবে এবং মনে-প্রাণা জনগণের সেবা করতে হবে।

    সংবাদদাতা: আপনার মতে গণ-কংগ্রেসের একজন প্রতিনিধি হওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি?

    ম্যাডাম উ ছিং: আমি মনে করি, গণ-কংগ্রেসের একজন প্রতিনিধির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইন আর সংবিধান অনুযায়ী তত্ত্বাবধানের কাজ ভালভাবে সম্পন্ন করা, ভালভাবে গণ কংগ্রেসের প্রতিনিধির দায়িত্ব পালন করা এবং ভালভাবে জনগণের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষা করা। গণ-কংগ্রেসের প্রতিনিধিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান অনুযায়ী তাদেরকে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে সরকার, অভিশংসক সংস্থা আর আদালতের বিষয়ে তাদের মতামত প্রতিফলিত করতে হবে এবং তা বাস্তবায়িত করার জন্যে তত্ত্বাবধানের কাজ চালাতে হবে। এ কারণে প্রতি মঙ্গলবারে আমি ভোটারদের সঙ্গে দেখা করি, সরাসরি তাদের মতামত শুনি। সাক্ষাত্কালে প্রত্যেক ভোটার তার মতামত ও প্রস্তাব পেশ করতে পারেন।

    সংবাদদাতা: আপনি নারী ব্রতের উপর অত্যন্ত গুরুত্ব দেন। যেমন আপনি গ্রামীন নারীদের কৃষক পরিবারের মেয়ে নামক এক পত্রিকা প্রকাশনাকে সমর্থন করেন এবং বিনাশর্তে পত্রিকাটির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এ ছাড়া আপনি গ্রামীণ নারীদের প্রশিক্ষন-বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। গ্রামাঞ্চলের রূপ পরিবর্তন করার উপায় সম্পর্কে আপনি কিছু বলুন।

    ম্যাডাম উ ছিং: গ্রামীন নারীদের জাগরণের কাজের উপর আমি অত্যন্ত গুরুত্ব দেই। চীনের রুপ পরিবর্তন করতে হলে গ্রামাঞ্চলের পরিবর্তন করতে হবে। আর গ্রামাঞ্চলের অনুন্নত অবস্থা পরিবর্তন করতে হলে সর্বপ্রথমে নারীদের পরিবর্তন করতে হবে। কারণ একজন নারীকে শিক্ষা দেয়ার অর্থ হল তার পরিবারের সবাইকে শিক্ষা দেয়া এমন কি কয়েক প্রজন্মের লোককে শিক্ষা দেয়া। আমাদের এই বিদ্যালয়ের দায়িত্ব হল বিশেষভাবে দারিদ্র্যের কারণে ইস্কুলচ্যুত গ্রামীন মেয়েদেরকে স্কুলে ফিরে যেতে সাহায্য করা তাদেরকে স্বাক্ষর হতে আর জ্ঞান আহরন করতে সাহায্য করা। যাতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বহু সংখ্যক গ্রামীণ নারী প্রশিক্ষন নেয়ার পর বহু গ্রামীণ নারীর জীবনের পরিবর্তন হয়েছে। প্রতিটি লোকের কাছে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল্যবোধ, শিক্ষা, নৈতিক গুণাবলীসম্পন্ন মায়ের গুরুত্ব সবচেয়ে বিরাট।

    সংবাদদাতা: আপনি ২০০১ সালে এশীয় নোবেল পুরস্কার পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে আপনি আন্তর্জাতিক নারী হতবিল সংস্থার সদস্যও হয়েছেন আপনার কাছে এই সব মর্যাদার কী অর্থ দাড়ায়?

    ম্যাডাম উ ছিং: আমি মনে করি এই সব মর্যাদা সর্বপ্রথমে নারীদের এবং জনগণেরই। তাদের সমর্থন ও স্বীকৃতি ছাড়া আমার এত বেশি সম্মান হত না। জনগণের শক্তিই বৃহত্তম।

    "ভালবাসা থাকলে সবই সম্ভব।" তাঁর মা চীনের বিখ্যাত কবি পিংসিনের এই কথাকে ম্যাডাম উ ছিং নিজের আদর্শ পথ-নির্দেশক হিসেবে গ্রহন করেছেন। তার আন্তরিকতা আর দায়িত্ববোধ দেশের, জাতির আর জনগণের প্রতি তার ভালবাসা থেকে উত্সরিত। এটা তার নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার চালিকাশক্তি। তিনি বলেছেন, গণ-কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কাজ করার সময়ে তিনি যে নীতিতে অটল রয়েছেন, তা হল এক ধরণের ভালবাসা অর্থাত্ জনগণের প্রতি ভালবাসা।

    আর এটাই উ ছিং বিশ বছর ধরে জনগণের সেবাকারিনী গণ-কংগ্রেসের প্রতিনিধি, পেইচিং বিদেশী ভাষা বিশ্যবিদ্যালয়ের প্রফেসর উছিং।