চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৩ জুন পেইচিংয়ে আয়োজিত নিয়মিনত তথ্য-জ্ঞাপন সভায়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু ছিন থাও-এর ৩০ জুন রাশিয়া সফর হবে চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়তে চীনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা।
সংবাদদাতাদের প্রশ্নের দেয়ার সময়ে লিউ চিয়েন ছাও বলেছেন, রাশিয়া সফরকালে দু'দেশের নেতারা দু'দেশের রননৈতিক সহযোগিতামূলক অংশীদার সম্পর্ক গভীর করা, আন্তর্জাতিক ব্যাপারাদিতে সমন্বয় জোরদার করা, আন্তর্জাতিক বহুপাক্ষিক প্রক্রিয়া ত্বরান্বিত করা ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
লিউ চিয়েন ছাও জোর দিয়ে বলেছেন, চীন ও রাশিয়া উভয়ই পৃথিবীর প্রভাবশালী দেশ, বিশ্ব-শান্তি রক্ষা ও মিলিত উন্নয়ন ত্বরান্বিত করায় ভিষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করছে।
|