ইউরোপীয় সংসদের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারোসো ২২ জুন সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, যদি ই.ইউ.-র সদস্যদেশগুলো যথাশীঘ্র অন্তর্বর্তীকালীণ বাজেটের প্রশ্নে এক মত হতে না পারে, তাহলে ই.ইউ. অকার্যকর হবার বিপদের সম্মুখীন হবে।
একই দিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গত সপ্তাহে আয়োজিত ই.ইউ. শীর্ষ সম্মেলনে ২০০৭ থেকে ২০১৩ সাল মেয়াদের অন্তর্বর্তীকালীণ বাজেট নিয়ে ই.ইউ. চুক্তিতে পৌছুতে পারেনি বলে পরষ্পরকে অভিযুক্ত করা উচিত নয় বরং ঐক্যবদ্ধ হয়ে একটি আপোস-মীমাংসর উপায় খুঁজে বের করা উচিত।
ই.ইউ.-র অন্তর্বর্তীকালীণ বাজেটের সঙ্গে ই ইউ'র কৃষি নীতিকে যুক্ত করতে ব্রিটেন জেদ্ ধরেছে বলে বারোসো তার সমালোচনা করেছেন।
|