২৩ জুন পেইচিংয়ের উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে প্রকাশ, পেইচিংয়ের বিদ্যুত বিভাগ গ্রীষ্মকালে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে ।
পেইচিংয়ের উন্নয়ন ও সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান চাং কোং বলেছেন , সম্প্রতি পেইচিংয়ের আবহাওয়া বেশী গরম , কাজেই স্বাভাবিক আবহাওয়ার বছরের এক মাস আগেই পেইচিংয়ের বিদ্যুত সরবরাহের সর্বোচ্চ সীমায় পৌঁচেছে । এ বছর চীনের গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা এক কোটি সাত লক্ষ কিলোওয়াট হবে বলে আন্দাজ করা হয়েছে , এটা গত বছরের চেয়ে দশ লক্ষ কিলোওয়াট বেশী । পেইচিংয়ের বিদ্যুত সরবরাহ বিভাগ রাষ্ট্রীয় বিদ্যুত ব্যবস্থার কাছে আরো বেশী বিদ্যুত নেয়া , গ্যাস বিদ্যুত কারখানা প্রতিষ্ঠা , বিদ্যুত সরবরাহ ব্যবসর্থা সংস্কার আর পালাক্রমে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদ্যুত সরবরাহের মাধ্যমে রাজধানী পেইচিংয়ের বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা করছে । তা ছাড়া সংশ্লিষ্ট বিভাগ প্রতি দিন বিদ্যুত সরবরাহের পরিসংখ্যান প্রকাশ করবে এবং নাগরিকদের বিদ্যুত শক্তি বাঁচানোর আহ্বান জানাবে ।
|