২২ তারিখ সন্ধ্যায় জার্মানীর চ্যান্সেলর জার্মানীর পশ্চিমাঞ্চলের আচেন শহরে বলেছেন, জার্মানী অব্যাহতভাবে ইউরোপের একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে ।
একইদিনে শ্রোয়েদার ই.ইউ. কমিশনের চেয়ারম্যান জোস মানুএল বারোসো আর ই.ইউ. কমিশনের সম্প্রসারণ কমিটির দায়িত্বশীল ব্যক্তি গুনটার ভের্হেগেনের সঙ্গে বৈঠকের পর বলেছেন, জার্মানী সরকার অব্যাহতভাবে ইউরোপীয় রাজনৈতিক একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে । বর্তমান সংকট সম্মুখীন হওয়ার জন্যে শ্রোয়েদার ই.ইউ-এর সদস্য দেশগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ।
বারোসো বলেছেন, ইউরোপের যদিও একটি অভিন্ন বাজার আছে ,কিন্তু একটি " ইউরোপ মর্মও" থাকতে হবে । দশটি নতুন সদস্য দেশ-সম্পন্ন ই.ইউ. আরো শক্তিশালী হবে । এর সঙ্গে সঙ্গে তিনি ইউরোপের একীকরণ প্রক্রিয়ায় জার্মানীর প্রচেষ্টার প্রশংসা করেছেন । ভের্হেগেন ই.ইউ-এর বিভিন্ন দেশের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সংকট সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ।
|