তৃতীয় চীনের আন্তর্জাতিক সফটওয়্যার এবং তথ্য সেবা মেলা ২৩ জুন উত্তর-পূর্ব চীনের তালিয়ান শহরে উদ্বোধন হয়েছে।
এবারকার মেলা চার দিন চলবে। মাইক্রোসফট , ইন্টেল প্রভৃতি বিশ্বের নাম করা বড় কোম্পানি সহ ৮০০টিরও বেশি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান এবারকার মেলায় অংশ নিয়েছে। তা ছাড়া প্রদর্শন বা পরিদর্শনের জন্য জাপান, যুক্তরাষ্ট্র ইত্যাদি প্রায় ৩০টি দেশের প্রতিনিধি দল এসেছে।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সফটওয়্যার শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। ২০০৪ সালে চীনের সফটওয়্যার শিল্পের বিক্রয়ের মূল্য ২২০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি দাড়িয়েছে।
|