v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-22 21:48:37    
লাইলাক ফুল(lilac)

cri
     বন্ধুরা, "অন্যখানে তুমি কি ভালো আছো?" এ গান গায়ক লি চিনের ১৯৯৪ সালের প্রথম সি ডি সংকলনের প্রধান গান, এবং তাঁর বিখ্যাত হওয়ার গান। লি চিন তাঁর স্বতন্ত্র শব্দ-মালায় প্রেমসিক্ত আলাপনে "অন্যখানে তুমি কি ভালো আছো?"নামক গানে বিরহ-কাতর প্রেসিকের অনুভূতি প্রকাশ করেছেন। গত বছরের শেষ দিকে, লি চিন তাঁর পঞ্চম সি ডি সংকলনে আবার এ গান অন্তর্ভূক্ত করেছেন। আগের চেয়ে, লি চিন এ গানের সংগীতের সম্পাদনা ও সংগীত যন্ত্র পরিবর্তন করেছেন, একটু জ্যাজের স্টাইল অন্তভূক্ত করেছেন, এবং অস্থির আবেগানুভূতি কমিয়েছেন, এ গান শ্রোতাকে গভীর অনুভূতি ঊঞ্চতা এনে দেয়।

  "গানের কথাগুলো এমনই: ভালো আছো? তোমার চোখে কি জল আছে? "সেই ও খানে তুমি কি ভালো আছো, অতীতের কথা তোমার কি মনে পড়ে? সেই ওখানে তুমি কি ভালো আছো? তুমি কি অনেক খানি বদলে গেছ?"…

    গায়িকা চৌ ইয়ানহোং তাঁর গানের কথার অনন্য শৈলী ও বৈচিত্র্যময গায়কী দিয়ে, চীনের পপ সংগীতে নিজের স্বাতন্ত্র্যপ্রতিষ্টা করেছেন। ১৯৯৪ সালে তাঁর প্রথম সি ডি সংকলন "আবার জেসমিন দেখেছি" প্রকাশিত হবার পর, তিনি আলাদা আলাদাভাবে "তোমার সঙ্গে থাকা সত্যিই ভালো", "বাসন্তী ঊষ্ণতায় দল মেলে ফুল", "তুমিই আমার সূর্যালোক", "চুপি চুপি বয়ে গেছে প্রেম" ইত্যাদি অনেক সি ডি সংকলন প্রকাশ করেছেন, তিনি নিজের এবং অন্যদের জন্যে একশোরও বেশি গান সৃষ্টি করেছেন।

     ২০০৩ সালে, চৌ ইয়ানহোং তাঁর ষষ্ঠ সি ডি সংকলন "চুপি চুপি বয়ে গেছি প্রেম"প্রকাশ করেছেন। এই সিডি সংকলনের মূলবিষয়বস্তু প্রেম , সংগীতের শৈলী ও তাঁর প্রতিমুতি পরিবর্তন হয়েছে, তিনি আগের স্পষ্ট ও সুন্দর মেয়েলী স্টাইল থেকে স্পর্শকাতর শহুরে নারীতে রুপান্তরিত হয়েছেন, জনপ্রিয় উপাদান দিয়ে শহুরে প্রেমের গান পরিবেশন করেন। আপনারা এখন এ গানটি শুনতে পাচ্ছেন। এতে সুমধুর সুর, সুলালত কথা এবং শহুরে নারীর প্রেমের ভাবাবেগ মিশ্রিত হয়েছে।

    গানের কথাগুলো হচ্ছে: "প্রেম বয়ে যাওয়ার সময়ে, আমি তার হাত ধরি নি। অসীম গগনের ওপারে থাকে স্বপ্ন, সুন্দর ডালিমের মত। প্রেম বয়ে যাওয়ার সময়ে, আমি জানতাম না আমি স্বপ্ন বিহারে মগ্ন ছিলাম। সামনের পথের মোগে আমি ডানে যাব, না বাঁয়ে? কার কাছে দিশা পাবো?"

    প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন থাং লেইএর "লাইলাক" নামক গান শুনছেন। ঢাং লেই চীনের একজন উঠতি গায়ক। ছোটবেলা থেকেই তিনি সংগীতের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। বিশ্ববিদ্যালয় পড়ার সময় তিনি গানের কথাও সুর রচনা করতে এবং গান গাইতে শুরু করেছেন। এ পর্যন্ত তিনি প্রায় শ'খানেক গান রচনা করেছেন। অতিসম্প্রতি থাং লেই তাঁর প্রথম সি ডি সংকলন "লাইলাক" প্রকাশ করেছেন। এই সংকলনের স্টাইল হলো ক্যামপ্যাস সংগীত। সংকলনে মোট ১০টি গান বেছে নেয়া হয়েছে। তিনি প্রত্যেক গানের সুর ও গানের কথা রচনা শেষ করেছেন। এ সি ডি সংকলনের প্রধান গান "লাইলাক" হচ্ছে একটি বিষন্ন প্রেমের গান। এটি মনোগ্রাহী সুরে একটি দুঃখময় প্রেমের গল্প বর্ণনা করেছে। এ থেকে আমরা জানতে পারি যে প্রেমের মূল্যায়ন করতে হয়। এখন আমরা একসঙ্গে এ গানটি শুনবো।

    গানের কথা: তুমি বলেছো, তুমি লাইলাক ভালবাস। কারণ তোমার নাম লাইলাক। এত দৃষ্টি-নন্দন ফুল, এত কমনঅয় মেয়ে। এত স্পর্শকাতর পল্লব এবং সুন্দর ফুল, ঝড়-বাদলের আঘাত সইতে ঝর পরিছার করতে পারে না। তুমি এত তাড়াতাড়ি চলে গেছ, আমায় আজীবন বিরহের সাগরে ভাসিয়ে।