চীনের তথ্য শিল্প মন্ত্রনালয়ের উপমন্ত্রী লৌ ছিংচিয়েন ২২ জুন চীনের তালিয়েন শহরে বলেছেন , চীনের সফট ওয়্যার শিল্প ইতিমধ্যে বিকাশের দ্রুতগামী পথে পদার্পন করেছে , পরবর্তীকালে চীন এক ভাল পরিবেশ সৃষ্টি করে সফট ওয়্যার শিল্পের উন্নয়ন তরান্বিত করবে ।
তালিয়েনে অনুষ্ঠিত বিশ্বজোড়া সফট ওয়্যার শিল্প সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেছেন , সাম্প্রতিক ৫ বছরে চীনের সফট ওয়্যার শিল্প বছরে গড়পরতা ৩৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে । ২০০৪ সালের শেষ নাগাদ সফট ওয়্যার শিল্পের আয় ২৩০ বিলিয়ন রেন মিনপি হয়েছে ।
উপমন্ত্রী লৌ ছিংচিয়েন আরও বলেছেন , পরবর্তীকালে চীন শিল্প উন্নয়নের জন্যে আরও ভাল পরিবেশ সৃষ্টি করবে , অব্যাহতভাবে শিল্পের আওতা সম্প্রসারণ করবে , সফট ওয়্যারশিল্পের বহুমুখী শক্তি জোরদার করবে , সফট ওয়্যার শিল্পের প্রধান প্রযুক্তির গবেষণা ও শিল্পায়ন তরান্বিত করবে , বিভিন্ন স্তরের দক্ষ মানুষ লালনপালনের ব্যবস্থাউন্নত করবে , যাতে সফট ওয়্যার শিল্প আরও উন্নত স্তরে উন্নীত হয় ।
|