২২ জুন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি হাইছেনের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন , চীন দক্ষিণ কোরিযার সঙ্গে মিলিতভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার তরান্বিত করে দুদেশের সার্বিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালাতে আগ্রহী ।
হু চিন থাও আরো বলেছেন , চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ১৩ বছরে দুদেশের সম্পর্কের দ্রুত প্রসার হয়েছে । চীন ও দক্ষিণ কোরিয়ার সার্বিক সহযোগিতার অংশিদার সম্পর্কের প্রসার দু দেশের জনগণের মৌলিক স্বার্থ ও অভিন্ন আকাংখার সঙ্গে সংগতিপূর্ণ । এই সম্পর্কের প্রবল প্রাণশক্তি ও উজ্জ্বল ভবিষ্যত আছে ।
প্রধানমন্ত্রী লি হাইছেন বলেছেন , তার বর্তমান চীন সফর সাফল্যমন্ডিত হয়েছে । দু' পক্ষ দুদেশের মৈত্রী ও সহযোগিতা বাড়ানো সম্বন্ধে মতৈক্যে পৌচেছে , এটা দুদেশের সার্বিক সহযোগিতার অংশিদার সম্পর্কের প্রসার তরান্বিত করবে ।
প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী লি হাইছেন ছয়পক্ষীয় বৈঠক ও উত্তর-পূর্ব এশিয়ার সহযোগিতা সম্বন্ধে মত বিনিময় করেছেন। উভয় পক্ষই ব্যক্ত করেছে ,কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত ছয়পক্ষীয় আলোচনা পুনরুদ্ধার আর আঞ্চলিক শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষার জন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত মিলিতভাবে প্রচেষ্টা চালানো ।
|