v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-22 18:21:34    
যুক্তরাষ্ট্র-ভিয়েত্নাম যৌথ বিবৃতি প্রকাশিত

cri
    মার্কিন প্রেসিডেন্ট বুশ ২১ জুন হোয়াইট হাউসে সফররত ভিয়েত্নামের প্রধানমন্ত্রী পান ভান খাই-এর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলেছেন, দু'দেশ সমতা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক ও বহুমুখী সহযোগিতামূলক অংশীদার সম্পর্ক উন্নয়ন করবে।

    বিবৃতিতে বলা হয়েছে, এবারকার বৈঠক যুক্তরাষ্ট্র-ভিয়েত্নাম সম্পর্কের স্বাভাবিকায়ণের ১০ম বার্ষিকীর অনুষ্ঠিত হয়েছে। দু'নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জিত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা সমস্যায় দু'দেশের স্বার্থ অভিন্ন।অভিন্ন স্বার্থজড়িত সমস্যায় দু'দেশের সহযোগিতা অব্যাহতভাবে গভীর হচ্ছে। দু'দেশের মতভেদ ও অভিন্ন স্বার্থ জড়িত সমস্যায় দু'পক্ষ প্রকাশ্য ও আন্তরিক সংলাপ চালাবে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট বুশ বিশ্ব বাণিজ্য সংস্থায় ভিয়েত্নামের অন্তভূক্তি সমর্থন করেন। দু'জন নেতা সায় দিয়েছেন যে একসঙ্গে ভিয়েত্নামে যুক্তরাষ্ট্র পুঁজি বিনিয়োগের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করার চেষ্টা করবে। সামরিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত,ও সাংস্কৃতিক আদান-প্রদান সম্প্রসারিত করতে এবং সন্ত্রাস দমন, আন্তঃদেশীয় অপরাধ সাধন করা ও এইডস প্রতিরোধ করা ইত্যাদি সমস্যায় সহযোগিতা জোরদার করতে দু'পক্ষ রাজী হয়েছে।