v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-22 18:18:04    
চেন ইংছুয়েনের হংকং অঞ্চলের প্রশাসকনিযুক্তিসকলের ইচ্ছা

cri
    ২২ জুন হংকংয়ের সংবাদমাধ্যমগুলো পরপর ভাষ্য প্রকাশ করে চেন ইংছুয়েনকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছে । সংবাদমাধ্যমগুলো মনে করে যে , চেন ইংছুয়েন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে এবং কেন্দ্রীয় গণ সরকারের অনুমোদন লাভ করে যে বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নিযুক্ত হয়েছেন তা থেকে প্রমানিত হয়েছে যে , এটা জনসাধারনের আশা-আকাঙক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ।

    হংকং বানিজ্য পত্রিকার ভাষ্যে বলা হয়েছে , চেন ইংছুয়েনের পক্ষে বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নিযুক্ত হওয়া অত্যন্ত গৌরবের ব্যাপার বটে, কিন্তু তার জন্যে এটা একটা খুব ভারী কর্তব্য--কেন্দ্রীয় সরকার ও গোটা হংকংবাসীদের ন্যস্ত করা ভারী কর্তব্য ।

    তাকোং পাও পত্রিকার ভাষ্যে বলা হয়েছে , হংকং সমাজের বিভিন্ন মহলের ব্যক্তি ও নাগরিকরা মনে করেন যে , চেন ইংছুয়েনের নিযুক্তি বর্তমান পর্যায়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক নির্বাচনের সবচেয়ে উত্তম ফলাফল ।চেন ইংছুয়েনকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয়ায় হংকংবাসীদের নিরাপত্তাও আস্থাবোধ সৃষ্টি হয়েছে ,এ থেকে প্রমানিত হয়েছে যে , কেন্দ্রীয সরকার পুরোপুরিভাবে হংকংবাসীকে বিশ্বাস করে এবং হংকংবাসীদের সামাজিক স্থিতিশীলতা ও হংকংবাসীদের স্বার্থেরজন্যে চিন্তা-ভাবনা করে ।