চীনস্থ বিশ্বব্যাংকের প্রতিনিধি অফিস সূত্রে জানা গেছে , সম্প্রতি বিশ্বব্যাংক চীনের ছুংছিং শহরের ক্ষুদ্র নগরের বুনিয়াদী ব্যবস্থারউন্নয়নে ১৮কোটি মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে ,ছুংছিং কেন্দ্রশাসিতমহা নগরের দুষিত পানি বিশুদ্ধ করার ক্ষমতা ও পানি সরবরাহ ক্ষমতাবাড়ানো , বাঁধ নির্মান, রাস্তা মেরামত এবং সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের পূঁজি সংগ্রহের দক্ষতা বাড়ানো প্রভৃতি বুনিয়াদী ব্যবস্থার সমস্যার সমাধানে বিশ্বব্যাংকের দেয়া পূঁজি ব্যবহার করা হবে ।
জানা গেছে , এর আগে দুষিত পানির বিশুদ্ধকরণ প্রভৃতি পরিবেশ প্রকল্পে বিশ্বব্যাংক ছুংছিং শহরকে পূঁজি ও প্রযুক্তির দিক থেকে সমর্থন করেছিলো ।
|