উগান্ডার প্রধানমন্ত্রী নসিবামবি ২১ তারিখে রাজধানি কামপালায় আরেক বার ঘোষণা করেছেন যে,উগান্ডা সরকার অব্যাহতভাবে একচীন নীতিতে অবিচল থাকবে।
নসিবামবি সফররত চীনের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় যোগাযোগ দফতরের সহকারী মন্ত্রী থান চিয়ালিনের নেতৃত্বাধীন চীনের একটি মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে এই কথা বলেছেন। উগান্ডাকে চীনের সাহায্য দেওয়ার জন্য নসিবামবি ধন্যবাদ জানিয়েছেন, এবং উগান্ডা যে চীনের নাগরিকদের বিদেশ ভ্রমণের সন্তব্য দেশে পরিণত হয়েছে, তা তিনি স্বাগত জানিয়েছেন। তিনি আরো বলেছেন, উগান্ডা চীনের সঙ্গে অর্থনীতি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করবে।
|