ষষ্ঠ এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন ২৬ জুন চীনের থিয়ান চিনে অনুষ্ঠিত হবে, বর্তমান বিভিন্ন প্রস্তুতির কাজ শেষ হয়েছে।
ষষ্ঠ এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন তার সদস্য বাড়ানোর পর প্রথম সম্মেলন। তখন ৪২ পক্ষের অর্থমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। এবারকার সম্মেলন এশিয়া ও ইউরোপের দেশ গুলোর জন্য চীনকে বুঝার একটি সুযোগ, অংশগ্রহণকারী প্রতিনিধিরা আরো সরাসরিভাবে চীনের সংস্কার ও উন্মুক্ততা এবং অর্থনীতির উন্নয়নের অবস্থা জানতে পারবেন।
এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের পর একটি গুরুত্বপূর্ণ ফোরাম। এবারকার এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন হচ্ছে এশিয়া ও ইউরোপের দেশগুলোর নতুন পরিস্থিতিতে সহযোগিতা গভীর করার পদ্ধতি এবং যৌথ উন্নয়নের নীতি আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন।
|