পোল্যান্ডের প্রেসিডেন্ট এলেক্সান্ডার কওয়াস্নিভস্কি ২১ জুন ওয়ার্সাও-এ বলেছেন , ই ইউ সংবিধান চুক্তির অনুমোদন সম্বন্ধে পোল্যান্ডের গণ ভোট স্থগিত হবে ।
কওয়াস্নিভস্কি বলেছেন , পোল্যান্ডে গণ ভোটের মাধ্যমে ই ইউ সংবিধান চুক্তির অনুমোদন করতে হবে । তবে সম্প্রতি অনুষ্ঠিত ই ইউ-এর শীর্ষ সম্মেলনে এই চুক্তির অনুমোদনের প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে , এই চুক্তির অনুমোদনের সমস্যা নিয়ে গভীর পরামর্শ করার প্রয়োজন পোল্যান্ডেরও আছে , সুতরাং পোল্যান্ড আগে যে অক্টোবর মাসের ৯ তারিখে গণ ভোট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল , পোল্যান্ড এখন তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । কওয়াস্নিভস্কি বলেছেন যে , পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট গণ ভোট আয়োজনের সময় নির্ধারণ করবেন ।
|