ভারতের প্রচার মাধ্যমগুলোর ২১ জুনের খবরে বলা হয়েছে , ভারত ২১ জুন ওরিষ্যা রাজ্যে সাফল্যের সঙ্গে আকাশ নামে একটি স্থল থেকে আকাশগামী ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ।
জানা গেছে , ভ্রাম্যমান উত্ক্ষেপন ব্যবস্থা থেকে নিক্ষেপ করা এই ক্ষেপনাস্ত্রের পাল্লা ২৫ কিলোমিটার , এই ক্ষেপনাস্ত্র১৮ কিলোমিটার বরাবর অঞ্চলের লক্ষ্যভেদ করতে পারে ।
' আকাশ ' নামে স্থল থেকে আকাশগামী ক্ষেপনাস্ত্র হলো ভারতের গবেষনাধীন পাঁচ ধরণের ক্ষেপনাস্ত্রের অন্যতম। এই ক্ষেপনাস্ত্রের ওজন সাত শ' কিলোগ্রাম, যা ৬০ কিলোগ্রামের ওয়ারহেড বহন করতে পারে । গত ১৭ জুন ও ২০ জুন ভারত দু' বার পরীক্ষামূলকভাবে এই ক্ষেপনাস্ত্র উত্ক্ষেপন করেছে ।
|