চীনের তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে , তিব্বত অঞ্চলে ইতিমধ্যে ৩৮টি প্রাকৃতিক সুরক্ষা এলাকা প্রতিষ্ঠিত হয়েছে । সুরক্ষা এলাকার আয়তন ৪ লক্ষ বর্গকিলোমিটার ছাড়িয়ে গেছে যা গোটা তিব্বত অঞ্চলের মোট আয়তনের ৩০ শতাংশ ।
তিব্বতের গড়পড়তা উচ্চতা ৪০০০ মিটারের উপরে , তিব্বতের আছে বিশেষ প্রাকৃতিক পরিবেশ আর ভৌগলিক অবস্থা । কিন্তু তিব্বতের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত দুর্বল বলে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধার করা কঠিন ।
স্থানীয় প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্যে তিব্বতে কিছু প্রাকৃতিক সুরক্ষা এলাকা প্রতিষ্ঠা করা ছাড়াও সুরক্ষা এলাকায় মানবসৃষ্ট কার্যকলাপ কড়াকড়িভাবে সীমিত করা হয়েছে । তত্ত্বাবধান ও পরীক্ষা থেকে জানা গেছে , সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতের সুরক্ষা এলাকাগুলোর বন্য প্রাণী আর উদ্ভিদের প্রজাতি-বৈচিত্র্য ও সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে , বহু বছর ধরে লুপ্ত মূল্যবান পশুর প্রত্যাবর্তনএখানে শুরু হয়েছে ।
|