তেলের প্রধান উত্পাদনকারীদেশগুলোর উত্পাদন ক্ষমতা সম্পর্কে বাজারের আস্থার অভাবের দরুণ ২০ জুন নিউইয়র্ক বাজারে অশোধিত তেলের ফিউচারস মূল্য শেষ পর্যন্ত ব্যারেল প্রতি ৫৯ মার্কিন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
২০ জুন নিউইয়র্ক স্টকমার্কেটে জুলাই মাসের অশোধিতহাল্কা তেলের ফিউচারস মূল্য ৫৯.৩৭ ডলারে উঠে আবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
তেলের রপ্তানিকারক দেশ সংস্থা ওপেক পয়লা জুলাই থেকে শুরু করে সংস্থাটির দৈনিক অশোধিত তেলের উত্পাদন বর্তমান২ কোটি ৭৫ লক্ষ ব্যারেলথেকে ২ কোটি ৮০ লক্ষ ব্যারেলে বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু বর্তমানে ওপেকের সদস্যদেশগুলো নির্ধারিত সীমার চেয়ে বেশী তেল উত্পাদন করছে বলে বাজার তার উত্পাদন বাড়ানোর ক্ষমতা সম্পর্কে সন্দিহান। একই সময় তেলের চাহিদা বেড়ে যাওয়ার ফলে গোটা বিশ্বের তেল শোধনক্ষমতা চাহিদা মেটাতে না পারার আশংকা তেলের মূল্য বেড়ে যাওয়ার আর একটা কারণ ।
|