চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ২১জুন পেইচিংয়ে বলেছেন , চীন মনে করে যে , জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরক্ষেত্রেসর্বপ্রথমে উন্নয়নমুখীদেশগুলোর প্রতিনিধির সংখ্যা বাড়ানোর বিষয় বিবেচনা করা উচিত ।
তিনি বলেছেন , চীন পক্ষ মনে করে , নিরাপত্তা পরিষদের সংস্কারের উচিত জাতিসংঘের ভূমিকা পালনের সামর্থ্য এবং জাতিসংঘের মর্যাদা রক্ষায় সহায়ক হওয়া উচিত । এই প্রশ্নেবিভিন্ন দেশের মতভেদ সম্পর্কে লিউ চিয়েনছাও বলেছেন , বিভিন্ন পক্ষআলাপ-পরামর্শ করে যথাসম্ভব একমত হয়ে সত্যিকারভাবে জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যেকার সংহতি রক্ষা করবে বলে চীন আশা করে ।
|