লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রী হাসান আল-সাব্বা ২০ জুন সন্ধ্যায় লেবাননের রাজধানী বেরুতে সপ্রমান করেছেন যে, "ভবিষ্যত ফ্রান্ট"-এর নেতৃত্বাধীন জোট লেবাননের চতুর্থ দফা নির্বাচনে যাবতীয় ২৮টি আসন পেয়েছে।
এ পর্যন্ত লেবাননের নতুন জাতীয় সংসদের ১২৮টি আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্থির হয়েছে। "ভবিষ্যত ফ্রান্ট"-এর নেতৃত্বাধীন জোট নতুন সংসদের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাগিব মিকাতি একই দিনে বলেছেন, তাঁর নেতৃত্বাধীন লেবানন সরকারের কার্যমেয়াদ সমাপ্ত হয়েছে। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন। সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন, নতুন সংসদের অনুমোদন পেলে তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী।
অন্য খবরে জানা গেছে, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন একই দিনে আলাদা আলাদাভাবে লেবাননের সংসদ নির্বানের সাফল্যাজনক সমাপ্তির জন্যে অভিনন্দন জানিয়েছে এবং নতুন সরকারকে সমর্থন ও সাহায্য দেয়ার কথা প্রকাশ করেছে।
|