দু'দিনব্যাপী প্রথম এশিয়া-মধ্যপ্রাচ্য সংলাপ সম্মেলন ২১ জুন সিঙ্গাপুরে উদ্বোধন হয়েছে। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিকসম্পদ ও সমাজ ইত্যাদি ক্ষেত্রে এ দু'টি অঞ্চলের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করা।
এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে অভিন্ন স্বার্থ এবং চ্যালেঞ্জ। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ৪১ টি দেশের সরকার, বিদগ্ধ সমাজ ও বেসরকারী সংস্থার দু'শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।
সিঙ্গাপুরের রাষ্ট্রীয় রাজনৈতিক উপদেষ্টা গোহ চোক তোং একইদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে বলেছেন, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সহযোগিতার সম্ভাবনা খুবই বিরাট। তিনি আশা করেন, এবারকার সংলাপ সম্মেলনের মাধ্যমে দু'অঞ্চলের পারস্পরিক সমঝোতা এবং রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দু'পক্ষের অভিজ্ঞতা বিনিময় জোরদার করা হবে। এর সঙ্গে সঙ্গে অভিন্ন উন্নয়নের জন্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণ করা হবে।
|