২১ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও পেইচিংয়ে বলেছেন , চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন রাশিয়া সফরের উদ্দেশ্য হলো দুদেশের রাজনৈতিক আস্থা বাড়ানো , বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদার করা , আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলোতে দুপক্ষের সমঝোতা বাড়ানো আর দু' দেশের রণনৈতিক অংশিদার সম্পর্কের মান উন্নত করা ।
সাংবাদিক সম্মেলনে মুখপাত্র লিউ চিয়েন ছাও বলেছেন , প্রেসিডেন্ট পুটিনের আমন্ত্রনে প্রেসিডেন্ট হু চিন থাও জুন মাসের শেষ দিকে রাশিয়া সফরে যাবেন । সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও পুটিনের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের ফল সম্বন্ধে একটি দলিল প্রকাশ করবেন । তিনি রাশিয়ার সরকার ও সংসদের নেতৃবৃন্দের সঙ্গেও দেখা করবেন । সফরকালে দু দেশের মধ্যে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে ।
|