রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়েভ এবং আট রাষ্ট্র-গোষ্ঠীর পালাক্রমিক চেয়ারম্যান ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৩০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত রাশিয়া ও কাজাখস্তানে রাষ্ট্রীয় সফর করবেন এবং কাজাখস্তানের আসতানায় অনুষ্ঠিতব্য শাং হাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এবং ব্রিটেনে অনুষ্ঠিতব্য জি-৮-এর সঙ্গে চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা আর মেক্সিকো এ পাঁচ দেশের নেতাদের সংলাপ সম্মেলনে অংশ নেবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২১ জুন সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য প্রকাশের সময়ে বলেছেন, রাশিয়ায় হু চিনথাওয়ের সফরের লক্ষ্য হচ্ছে চীন-রাশিয়া রণনৈতিক অংশিদার সম্পর্কের মান উন্নত করা। তিনি ব্যাখ্যা করেছেন, রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট হু চিনথাও রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠক করবেন এবং শীর্ষ বৈঠকের ফলাফল নিয়ে একটি দলিলপত্র প্রকাশ করবেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কে ধারাবাহিক দলিলপত্র স্বাক্ষর করবে।
একইদিন হু চিনথাও পেইচিংয়ে রাশিয়ার কিছু তথ্যমাধ্যমের কাছে সাক্ষাতকার দিয়েছেন। তিনি চীন-রাশিয়া রণনৈতিক অংশীদার সম্পর্ক, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা প্রসঙ্গে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
|