|
 |
(GMT+08:00)
2005-06-21 18:46:21
|
চীন আশা করে জাপান ইতিহাস সম্বন্ধে নিজের প্রতিশ্রুতি পালন করবে
cri
২১ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও পেইচিংয়ে বলেছেন , চীন দ্বিতীয় মহাযুদ্ধের প্রথমশ্রেণীর যুদ্ধাপরাধীর স্মৃতিফলক সাজানো ইয়াসুকুনি সমাধিতে জাপানের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের বিরোধিতা করে । চীন আশা করে জাপান ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষণের প্রতিশ্রুতি পালনের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে এবং চীনা জনগণসহ এশিয়ার জনগণের মনোভাব ক্ষুন্ন করার কাজ করবেন না । কিছু দিন আগে অনুষ্ঠিত জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ বৈঠক সম্বন্ধে মন্তব্য করার সময় মুখপাত্র লিউ চিয়েন ছাও এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ইতিহাস সম্পর্কিত সমস্যায় জাপানকে সঠিক মনোভাব পোষণ করতে হবে , নইলে জাপান আগ্রাসী যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমঝোতা ও আস্থা পাবে না ।
|
|
|