জাপান জুনিয়ার চেম্বারের পরিচালক টাকাটাকে কাজুয়াকি ২০ জুন বেইজিংয়ে আশা প্রকাশ করেছেন, জাপান ও চীনের যুবক-যুবতীরা ইতিহাসের পটভূমি এবং দু'দেশের সম্পর্কের দ্বন্দ্ব বিরোধ অতিক্রম করে দু'দেশের যুবকদের মধ্যে নতুন যুগের সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন।
নিখিল চীন যুব ফেডারেশনের আমন্ত্রণে টাকাটাকে কাজুয়াকির নেতৃত্বে ৩৭৬ জন শিল্পপতি নিয়ে গঠিত জাপান জুনিয়ার চেম্বারের চীন সফর দল ২০ জুন বেইজিং পৌঁছে চীন সফর শুরু করেছে। সেদিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, এখন দু'দেশের রাজনীতিতে বহু বিরোধ এবং সমস্যা বিদ্যমান আছে, তাই যুবকদের শক্তির উপর নির্ভর করে আন্তরিকভাবে মত বিনিময় করে বর্তমান সমস্যা সমাধান করা উচিত।
|