২০ তারিখে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি-মুন সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয়া কোরিয় উপদ্বীপের দক্ষিণ-উত্তর সম্পর্ক উন্নত হওয়ার সুযোগে, সক্রিয়ভাবে কূটনৈতিক তত্পরতা চালাবে, যাতে কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যার সমাধান ত্বরান্বিত করা যায়।
বান কি-মুন বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জোং ইল ১৭ তারিখে পিয়ং ইয়াংয়ে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী ছুং দোং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন, তাতে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ভূমিকা পালনের ভাল সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেছেন, কিম জোং ইল জানিয়েছেন যে তিনি জুলাই মাসে শর্ত সাপেক্ষভাবে ছয়পক্ষীয় বৈঠকে আবার ফিরে আসবেন। দক্ষিণ কোরিয়া আসন্ন দক্ষিণ-উত্তর মন্ত্রী পর্যায় বৈঠক ও দক্ষিণ কোরিয়া-চীন, দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সংলাপের মাধ্যমে, জুলাই মাসে ছয় পক্ষীয় বৈঠক আবার শুরু হওয়ার জন্যে প্রয়াস করবে।
অন্য খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কোরিয় উপদ্বীপের পারমানবিক সমস্যার ছয়পক্ষীয় বৈঠকের যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিল সেদিন বলেছেন, যুক্তরাষ্ট্র ছয়পক্ষীয় বৈঠক জুলাই মাসে আবার শুরু হবে আশা করে বলে, এবং উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার পরিবেশে সংলাপ করতে ইচ্ছুক।
|