ইরানের সংবিধান তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান আহমেদ জানাটি ২০ জুন রাজধানী তেহরাণে প্রকাশিত বিবৃতিতে বলেছেন, এই সংস্থা দৃষ্টান্তমূলক জরীপের মাধ্যমে গত ১৭ জুন অনুষ্ঠিত নবম প্রেসিডেন্ট নির্বাচনে অন্যায় কার্য পদ্ধতি খুঁজে পায় নি, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটদান পরিকল্পনা অনুযায়ী ২৪ জুন অনুষ্ঠিত হবে।
ইরানের জাতীয় টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, সেদিন জানাটি বলেছেন, ভোটদানের ফলাফল প্রকাশের পর কোনো প্রার্থী এই নির্বাচনে অন্যায় কার্য পদ্ধতি থাকার অভিযোগ করবেন এমন সম্ভাবনা আছে বলে সংবিধান তত্ত্বাবধান কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু অঞ্চলের ভোট নিয়ে দৃষ্টান্তমূলক জরীপ করার আদেশ দিয়েছে। জরীপের ফলাফলে প্রমাণিত হয়েছে যে, এবার প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অন্যায় আচরণ ছিলো না, নির্বাচনটি আইনসংগত।
|